upcoming new vacancy in all department :
বিভিন্ন আসন্ন সরকারি চাকরি ও কর্মসংস্থান সম্বন্ধে জানতে চাও, তারা এই upcoming wbp new vacancy 2023 তে click করে জেনে নাও। পশ্চিমবঙ্গ পুলিশের আসন্ন বিভিন্ন বিজ্ঞপ্তি যেমন upcoming jail police vacancy, থানার west bengal constable new vacancy, upcoming SI vacancy, excise Asi new vacancy বিস্তারিত জেনে নাও।
চলতি বছরে তোমাদের জন্য একগুচ্ছ পুলিশ রিকুটমেন্ট নোটিফিকেশন চলে আসছে। যেটা আসছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এই বছরেই। যারা যারা ভেবে দেখেছ এবছরে আমাকে চাকরি নিতে হবে তারা জোর কদমে চেষ্টা চালিয়ে যাও এবং আমাদের ফলো করতে থাকো। তো তোমাদের যে সমস্ত ভ্যাকান্সি গুলো বের হচ্ছে তার সেগুলো নিচে আলোচনা করে দিলাম। এবং তার সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দিয়ে দিলাম কত হাইট কত শিক্ষাজজ্ঞতা।
West Bengal police constable :
তো প্রথমত বলে দিই তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ wbp constable একগুচ্ছ ভ্যাকান্সি নিয়ে আসছে যার পরিমাণ প্রায় বারো হাজারেরও বেশি। যারা আগের রেকর্ডমেন্টগুলোতে যেকোনো ভাবে বাদ পড়ে গেছো তারা অবশ্যই এই ভ্যাকান্সিটাতে চেষ্টা করবে। প্রথমে তোমাদের বয়সের সীমা 27 করা হলেও পরে সেজে 30 পরিণত করা হয়েছে।
West Bengal jail police :
যদিও জেল পুলিশের ভ্যাকান্সী সব সময় কম থাকে। তবে এ বছর ১৩০ টা vacancy নিয়ে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ৮ ই আগস্ট। ২০২৪ এর মধ্যে রিক্রুটমেন্ট রসের সম্পূর্ণ করা হবে।
West Bengal excise department :
আগামী কিছু মাসের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে wbp constable ও si পদে বিপুল পরিমাণ শূন্য পদ পুরনের কথা বলা হয়েছে। শূন্য পদের পরিমাণ 450+ বেশি। বিস্তারিত জানতে excise new vacancy তে visit করুন।
Kolkata police constable :
আগস্ট মাসের শেষের দিকে কলকাতা পুলিশ আবারো একটা নতুন রিক্রুটমেন্ট বের করতে চলেছে। যেখানে শূন্য পদের সংখ্যা 2500 । west bengal police recruitment board সম্প্রতি এই নিয়োগের কথা বলেছেন।যার নিয়োগ পর্ব শেষ হবে 2024 এর মধ্যে। বিস্তারিত জানতে kolkata police এ ক্লিক করুন।
0 Comments