🥇সুপ্রিয় ছাত্রছাত্রী🎀
প্রতিদিন তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকবে। প্রতিদিন তোমাদের বিভিন্ন প্রশ্ন-উত্তর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত একটি করে কুইজ টেস্ট নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্যই হবে - wbp constable, WBCS, ICDS, KP constable and Si এর পরীক্ষায় তোমাদের এগিয়ে দেওয়া।
Wbp ও kp constable এ আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচে দিয়ে রাখলাম। অফলাইনে দেখতে নিচে download pdf এ ক্লিক করে দেখে নিতে পারো।
বিভিন্ন স্মরণীয় দিন সম্পর্কিত সমস্ত প্রশ্ন নিচে দিয়ে দিলাম।
★আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়
ক)১০ ডিসেম্বর *
খ)১ লা ডিসেম্বর
গ) ২০ ডিসেম্বর
ঘ)১১ ডিসেম্বর
★আন্তর্জাতিক পর্বত দিবস কবে পালিত হয়
ক) ১১ ডিসেম্বর *
খ) ২০ ডিসেম্বর
গ) ১ লা ডিসেম্বর
ঘ) ১০ ডিসেম্বর
★আন্তর্জাতিক মানব সংহতি দিবস কবে পালিত হয়
ক)১ লা ডিসেম্বর
খ)২০ ডিসেম্বর *
গ)১১ ডিসেম্বর
ঘ)১০ ডিসেম্বর
★বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়
ক)১০ ডিসেম্বর
খ)২০ ডিসেম্বর
গ)১১ ডিসেম্বর
ঘ)১ লা ডিসেম্বর*
★আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়
ক)২২ মার্চ
খ) ৮ মার্চ*
গ) ২৪ মার্চ
ঘ) ২১ মার্চ
★বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়
ক) ২৩ মার্চ*
খ) ২৪ মার্চ
গ) ২২ মার্চ
ঘ) ২১ মার্চ
★বিশ্ব জল দিবস কবে পালিত হয়
ক)২২ মার্চ *
খ)২১ মার্চ
গ)২৪ মার্চ
ঘ) ২৩ মার্চ
★বিশ্ব যক্ষা দিবস কোন দিনটিতে পালিত হয়
ক) ২৩ মার্চ
খ)২২ মার্চ
গ)২১ মার্চ
ঘ)২৪ মার্চ*
★ বিশ্ব স্বাস্থ দিবস কোন দিন টি?
ক) 5 জুন
খ) 31 মে
গ) 7 এপ্রিল *
ঘ) 8 জুন
★বিজয়স্তম্ভ কোথায় অবস্থিত
ক) জয়পুরে
খ) আগ্রা
গ) মুম্বাই
ঘ) চিত্তরগড়*
★মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার জয় করেন
ক)নার্গিস দত্ত
খ)উমা দেবী
গ)দেবিকা রানী *
ঘ)সুলোচনা
★জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল
ক)কলকাতা
খ)বম্বে *
গ)লাহোর
ঘ) সুরাটে
★বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা
ক) রাজা রামমোহন রায়
খ) অরবিন্দ ঘোষ
গ) স্বামী বিবেকানন্দ *
ঘ) বিদ্যাসাগর
★পৃথিবীর নবীনতম রাষ্ট্র কোনটি
ক)পূর্ব টিমোর
খ)কসোবা
গ)সাউথ সুদান *
ঘ)পালাউ
★হোয়াইট হল কোথায় অবস্থিত?
ক)লন্ডন *
খ)মিশর
গ)মস্ক
ঘ)বার্লিন
★হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
ক) গীতা মুখার্জী
খ) লীলা শেঠ *
গ) রিনা জেড
ঘ) ফাতিমা বিবি
★ভারতের রুর বলা হয় কাকে?
ক) দুর্গাপুর *
খ) আসানসোল
গ) কলকাতা
ঘ) দিল্লি
★কে যাবতি প্রথার প্রবর্তন করেন?
ক) আকবর *
খ) শেরশাহ
গ) অশোক
ঘ) হর্ষবর্ধন
★বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন?
ক) ঔরঙ্গজেব
খ) আলাউদ্দিন খলজী *
গ) চন্দ্রগুপ্ত
ঘ) শাহজাহান
★খালসা কে প্রতিষ্ঠা করেন?
ক) গুরু নানক
খ)রঞ্জিত সিং
গ)গুরু তেজ বাহাদুর
ঘ)গুরু গোবিন্দ সিং *
★হিদাস পিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
ক) আলেকজান্ডার ও কুরু*
খ) অশোক ও ধননন্দ
গ) চন্দ্রগুপ্ত ও বিম্বিসার
ঘ) সেলুকাস ও বিন্দু সার
★চিংড়ির রক্তরঞ্জক এর নাম কি?
ক) হিমো এরিথ্রিন
খ)হিমোগ্লোবিন
গ)হিমো সায়ানিন *
ঘ)মায়োগ্লোবিন
0 Comments