🥇সুপ্রিয় ছাত্রছাত্রী🎀
প্রতিদিন তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকবে। প্রতিদিন তোমাদের বিভিন্ন প্রশ্ন-উত্তর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত একটি করে কুইজ টেস্ট নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্যই হবে - wbp constable, WBCS, ICDS, KP constable and Si এর পরীক্ষায় তোমাদের এগিয়ে দেওয়া।
★ভারতের কর ব্যাবস্থা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে দুই ধরনের কর ব্যবস্থা দেখা যায়। কেন্দ্রীয় কর ব্যবস্থা ও রাজ্য কর ব্যাবস্থা।
▶ কর মুলত দুই ধরনের :
১) Direct Tax
২)Indirect Tax
▶ কেন্দ্রীয় সরকারের কর :
A. প্রত্যক্ষ কর:
আয়কর,কোম্পানির মুনাফা কর, সম্পতি বা সম্পদ কর, দান কর,ব্যয় কর।
B. পরোক্ষ কর:
কেন্দ্রীয় আন্ত শুল্ক, বানিজ্য শুল্ক, আমদানি ও রপ্তানি শুল্ক।
▶ রাজ্য সরকারের কর :
A.প্রত্যক্ষ কর :
কৃষি আয়কর,বৃত্তি কর।
B. পরোক্ষ কর:
বিক্রয় কর, রাজ্য আবগারী শুল্ক,দ্রব্য ও সেবা কর।
C. রাজ্য সরকারের অন্যান্য কর:
প্রমোদ কর,বিদ্যুৎ কর, যাত্রি ও মাল পরিবহনের উপর শুল্ক।
রাজ্য সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আদায় কর sgst থেকে।
★আয়কর হল direct and progressive.
ভারত সরকার CGST থেকে সরবাধিক রাজস্ব আদায় করে।
★করপোরেশন ট্যাক্স - কেন্দ্রীয় সরকারের সরবাধিক রাজস্ব আদায় করত।
▶বানিজ্য শুল্ক: বিদেশ থেকে যে সব দ্রব্য আমদানি করা বা বিদেশে যে সব দ্রব্য রপ্তানি করা হয় তার উপর আরোপিত ভারত সরকারের কর।
★ কিছু কর কেন্দ্রীয় সরকার নিয়ে থাকে। যেমন - কেন্দ্রীয় শুল্ক,করপোরেশন কর ও মূলধন কর।
★কিছু কর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে বন্টিত হয়ে থাকে।যেমন - আয়কর, কেন্দ্রীয় আন্তশুল্ক।
0 Comments