if you are finding a important question set for wbp police constable and jail police, then read carefully.
🥇সুপ্রিয় ছাত্রছাত্রী🎀
প্রতিদিন তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকবে। প্রতিদিন তোমাদের বিভিন্ন প্রশ্ন-উত্তর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত একটি করে কুইজ টেস্ট নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্যই হবে - wbp constable, WBCS, ICDS, KP constable and Si এর পরীক্ষায় তোমাদের এগিয়ে দেওয়া।
Important question for wbp constable nad jail police:
প্রশ্নঃ দলত্যাগ বিরোধী বিল ভারতে কত খ্রিস্টাব্দে পাশ হয়?
উত্তরঃ 1985 খ্রি:
প্রশ্নঃ সর্দার সরোবর শেষ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃগুজরাট
প্রশ্নঃ A bend in the river কার রচনা?
উত্তরঃ ভি. এস. নইপল
প্রশ্নঃ বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কৃষ্ণা নদী
প্রশ্নঃ রোউফ কোথাকার লোক নৃত্য?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর
প্রশ্নঃ ফ্যাদোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়?
উত্তরঃ সমুদ্রের গভীরতা
প্রশ্নঃ জেনেটিক্স শব্দটি প্রথম প্রবর্তন করেন?
উত্তরঃ বেটসন
প্রশ্নঃ মায়োপিয়া রোগে চশমায় কোন লেন্স ব্যবহার করা হয়?
উত্তরঃ অবতল লেন্স
প্রশ্নঃ শর্ট কর্নার শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ হকি
প্রশ্নঃ গিদ্ধা কোথাকার লোকনৃত্য?
উত্তরঃ পাঞ্জাব
প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি?
উত্তরঃ র্যান্ড
প্রশ্নঃ রসায়নের রাজা কাকে বলা হয়?
উত্তরঃ H2SO4
প্রশ্নঃ জার্মান সিলভারের উপাদান কি?
উত্তরঃ Cu,Zn,Ni
প্রশ্নঃ বেতারের আবিষ্কার করেন কে?
উত্তরঃ মার্কোনি
প্রশ্নঃ চিংড়ির শাস অঙ্গ এর নাম কি?
উত্তরঃ বইফুলকা
প্রশ্নঃ ভারতের কোথায় টোডা উপজাতি দেখা যায়?
উত্তরঃ নীলগিরি
প্রশ্নঃ বুদ্ধদেব কোথায় নিরবান লাভ করেন?
উত্তরঃ কুশিনগর
প্রশ্নঃ মহেন-জো -দারো কথাটির মানে কি?
উত্তরঃ মৃতের স্তুপ
প্রশ্নঃ রাষ্ট্রপতি কার কাছে পথ ত্যাগ পত্র পেশ করেন?
উত্তরঃ উপরাষ্ট্রপতি
প্রশ্নঃ' the free voice ' বইটির লেখক কে?
উত্তরঃ রবিস কুমার
প্রশ্নঃ অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি
প্রশ্নঃ মুসলিম লীগ কত সালে গড়ে ওঠে?
উত্তরঃ 1906 সালে
প্রশ্নঃ স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ডেভিড হেয়ার
প্রশ্নঃ কারা রাজত্বে কৈবর্ত বিদ্রোহ হয়?
উত্তরঃ দ্বিতীয় মহিপাল
প্রশ্নঃ কোন দিনটিকে মহাবিশুব বলা হয়?
উত্তরঃ 21 মার্চ
প্রশ্নঃ ফিউজ তারের উপাদান কি?
উত্তরঃ টিন ও সীসার সংকর
প্রশ্নঃ পৃথিবীর মধ্যে সবচেয়ে বিরল মৌল কোনটি?
উত্তরঃ অ্যাস্টাটিন
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হল?
উত্তরঃ গাঙ্গেয় বদ্বীপ
প্রশ্নঃ তিন বিঘা করিডোর যোগ করেছে?
উত্তরঃ ভারত বাংলাদেশ সীমান্ত
প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত?
উত্তরঃ সাগর মাথা
প্রশ্নঃ ভারতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কোন দিনটি?
উত্তরঃ 28 ফেব্রুয়ারি
0 Comments