ভারতের বিভিন্ন নৃত্য ও নৃত্যকার দের তালিকা/indian Classical dance

 ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য নৃত্য এবং নৃত্যকার দের নাম ।। 2023 wbp and kp।। 

Indian all Classical dance, dance related person name,নৃত্যের সাথে যুক্ত ব্যক্তির নাম


🥇সুপ্রিয় ছাত্রছাত্রী🎀

        প্রতিদিন তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকবে। প্রতিদিন তোমাদের বিভিন্ন প্রশ্ন-উত্তর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত একটি করে কুইজ টেস্ট নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্যই হবে - wbp constable, WBCS, ICDS, KP constable and Si এর পরীক্ষায় তোমাদের এগিয়ে দেওয়া।

ভারতীয় নৃত্য 

 ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গ আছে। সেই প্রাচীনকাল থেকেই ভারতীয় জনমানুষের নৃত্যের বিশিষ্ট স্থান।ঋগ্বেদ থেকে শুরু করে রামায়ণ মহাভারতের নিত্যের উল্লেখ পাওয়া যায়। 

প্রধানত তিন প্রকারের ভারতীয় নৃত্য  লক্ষ্য করা যায়। 

ভারতনাট্যমঃ

দক্ষিণ ভারতের দেবদাসীদের মধ্যে প্রথম এই নৃত্যের রেওয়াজ করে ওঠে, মন্দিরে নিত্য পূজার সময় বা বিশেষ পূজা অনুষ্ঠানে দেবদাসীরা এই নাচের মাধ্যমে দেবতার কাছে নিজেদের নিবেদন করতেন। চোল পান্ড নায়ক বিজয়নগর রাজ্যের রাজারা দেবদাসীদের এই নৃত্যের পৃষ্ঠপোষক ছিলেন। এই নিতে 64 টি বিশেষ অঙ্গের ভঙ্গি লক্ষ্য করা যায়। 

সহযোগী বাদ্যযন্ত্র - মৃদঙ্গ, বেহালা, বাঁশি ও একজোড়া করতাল। 

উল্লেখযোগ্য শিল্পী - যামিনী কৃষ্ণমূর্তি, সংযুক্তা পানিগ্রাহী,রুক্মিণী দেবী, কমলা।

কত্থকঃ

উৎপত্তি -কত্থক শব্দটি এসেছে কথা থেকে যার অর্থ  গল্প বা কাহিনী। সেই প্রাচীনকালের মানুষরা সংগীত এবং নৃত্যের সাহায্যে রামায়ণ ও মহাভারত থেকে কোন কাহিনী উপস্থাপন করতেন। পরে সেটা হল নৃত্যনাট্য। এই ঘরানা থেকে কথকের জন্ম। উত্তর ভারতের উত্তর প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ও মধ্যপ্রদেশ কথক নৃত্যের বিশিষ্ট অঞ্চল। তবে এ কথাকের মূল কেন্দ্র বলে হলো লখনও বেনারস জয়পুর এবং দিল্লী। 

সহযোগী বাদ্যযন্ত্র -এই নৃত্যের সহযোগী বাদ্যযন্ত্র হিসেবে থাকে একজোড়া তবলা এবং সারেঙ্গী। 

উল্লেখযোগ্য শিল্পী - সিতারা দেবী, বিরজু মহারাজ।

কথাকলিঃ 

কেরালার অত্যন্ত জনপ্রিয় নৃত্য কথাগুলি।সাধারণত রামায়ণ-মহাভারত এবং  হিন্দি কোন প্রাচীন কাহিনী থেকে কথাকলির কাহিনী নির্বাচন করা হয়। 

সহযোগী বাদ্যযন্ত্র -বাদ্যযন্ত্রের মধ্যে ড্রাম, করতাল ব্যবহার করা হয়।

উল্লেখযোগ্য শিল্পী- গুরু কৃষ্ণ কুটি, কনক রেলে, রাঘবন। মণিপুরী ঃ

   উত্তর-পূর্ব ভারতের ছোট রাজ্য মনিপুরের অত্যন্ত জনপ্রিয় আন্তর্জাতিক মানের নৃত্য হল মনিপুরী নৃত্য।প্রথমদিকে এই নৃত্যের  মূল চরিত্র ছিল শিব ও দুর্গা। 

উল্লেখযোগ্য শিল্পী - গুরু বিপিনসিংহ, নদীয়া সিংহ, টি প্রমুখ। 

নিচে ধ্রুপদী নৃত্য এবং নৃত্যশিল্পীদের নামের একটি পিডিএফ নিচে দেওয়া থাকলো। ভিডিও ফ্রি ডাউনলোড করে অবশ্যই দেখে নিবে। 

ওড়িশি :

ওড়িশা আর বিশিষ্ট ধ্রুপদী নৃত্য। ভারতের ধ্রুপদে নৃত্য গুলির মধ্যে এক অন্যতম প্রাচীন নৃত্য। ওড়িশি  এর মূলনীতি বিভিন্ন অভিভঙ্গির শারীরিক বিক্ষেপ এই নৃত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। 

কুচিপুড়ি :

অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্যনাট্য। অন্ধ্রপ্রদেশের এক গ্রাম কুচিপুরিতে এই নৃত্যের  সূচনা হয় বলে এর নাম কুচিপুরি নৃত্য। 

মোহিনীঅট্টম :

PDF FILE- DOWNLOAD FILE


Post a Comment

0 Comments