🎨সুপ্রিয় ছাত্রছাত্রী🎀
প্রতিদিন তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকবে। প্রতিদিন তোমাদের বিভিন্ন প্রশ্ন-উত্তর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত একটি করে কুইজ টেস্ট নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্যই হবে - wbp constable, WBCS, ICDS, KP constable and Si এর পরীক্ষায় তোমাদের এগিয়ে দেওয়া।
নিচে তোমাদের 25 টি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকলো। আগামী পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে প্রশ্নগুলি পেয়ে যাবে। সুতরাং সময় নষ্ট না করে প্রশ্নগুলি এখনই দেখে নাও, অফলাইনে প্রশ্নগুলো দেখার জন্য নিচে দেওয়া বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিতে পারো।
আমাদের নতুন উদ্যোগে তোমরা এখানে প্রতিদিন 25টি করে প্রশ্ন পেয়ে যাবে। মুলত kp police এর জন্য mcq প্রশ্নগুলি তৈরি করা হয়েছে।
▶️ ভারতের বর্তমান প্রধান বিচারপতির নাম কি?
ক) ভি এন খারে
খ) জে এস খেহর
গ) টি এস ঠাকুর
ঘ) ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়
▶️ অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত?
ক) বক্সিং
খ) ক্রিকেট
গ) টেনিস
ঘ) শুটিং
▶️সাহিত্য একাডেমি কবে স্থাপিত হয়?
ক) 1950
খ) 1952
গ) 1953
ঘ) 1954
▶️ unhappy India বইটির লেখক কে?
ক) লালা লাজপত রায়
খ) মাওলানা আজাদ
গ) মহাত্মা গান্ধী
ঘ) জহরলাল নেহেরু
▶️ runs and ruins নামের বিখ্যাত বইটি কার লেখা?
ক) ইমরান খান
খ) লাইভ লায়েড
গ) ইয়ান বোথাম
ঘ) সুনীল গাভাস্কর
▶️ পঙ্গল উৎসব কোন রাজ্যে দেখা যায়?
ক) কেরল
খ) অন্ধ্রপ্রদেশ
গ) তামিলনাড়
ঘ) কর্ণাটক
▶️ অজন্তা গুহায় ক্ষদিত চিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত হয়েছে?
ক) জাতক
খ) রামায়ণ
গ) মহাভারত
ঘ) পঞ্চতন্ত্র
▶️ প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি?
ক) কালিদাস
খ) রাজা হরিশচন্দ্র
গ) ভক্ত প্রহ্লাদ
ঘ) জামাই ষষ্ঠী
▶️কান চালচিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়?
ক) সুইজারল্যান্ড
খ) অস্ট্রিয়া
গ) ফ্রান্স
ঘ) ইতালি
▶️ হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
ক) সরোদ
খ) বাঁশি
গ) তবলা
ঘ) জল তরঙ্গ
▶️ জ্বালামুখী মেলা এখন রাজ্যের উৎসব?
ক) হরিয়ানা
খ) পাঞ্জাব
গ) হিমাচল প্রদেশ
ঘ) মধ্যপ্রদেশ
▶️ প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
ক) যুগান্তর
খ) সংবাদ প্রভাকর
গ) সমাচার দর্পণ
ঘ) কেশরী
▶️ ভারতের প্রথম রাজ্য যা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে?
ক) কেরল
খ) অন্ধ্রপ্রদেশ
গ) গুজরাট
ঘ) বিহার
▶️ টোডরমাল কিসের সাথে সম্পর্কিত?
ক) সংগীত
খ) সাহিত্য
গ) ভূমি রাজস্ব
ঘ) আইন
▶️ গৌতম বুদ্ধ কোথায় মহাপরি নির্বাণ লাভ করেন
ক) বোধগয়া
খ) কুশিনগর
গ) রাজগৃহ
ঘ) বৈশালী
▶️ হিন্দ স্বরাজ বইটির লেখক কে
ক) বালগঙ্গাধর তিলক
খ) মহাত্মা গান্ধী
গ) গোপালকৃষ্ণ গোখলে
ঘ) এম জি রানাডে
▶️ ফা হিয়েন কারা সবাই এসেছিলেন
ক) প্রথম চন্দ্রগুপ্ত
খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ) সমুদ্র গুপ্ত
ঘ) ইয়োন নন
▶️ ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ
ক) বৌদ্ধ
খ) হিন্দু
গ) জৈন
ঘ) ওপরের কোনোটিই নয়
▶️ ঋকবেদে কোন নদীর উল্লেখ পাওয়া যায়নি
ক) সরস্বতী
খ) নর্মদা
গ) চেনাব
ঘ) গঙ্গা
▶️ হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল
ক) সিন্ধু
খ) শতদ্রু
গ) রবি
ঘ) চেনাব
▶️ কবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তক কে
ক) আকবর
খ) শেরশাহ
গ) বাবর
ঘ) শাহজাহান
▶️ তৃতীয় পানিপথের যুদ্ধ কবে ঘটেছিল
ক) 1707 খ্রীস্টাব্দে
খ) 1739 খ্রীস্টাব্দে
গ) 1757 খ্রীস্টাব্দে
ঘ) 1761 খ্রীস্টাব্দে
▶️ ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়
ক) বিজি তিলক
খ) গোপালকৃষ্ণ গোখলে
গ) শিব নারায়ন অগ্নিহোত্রী
ঘ) রাজা রামমোহন রায়
▶️ চম্পারন সত্যাগ্রহ আন্দোলন কবে শুরু হয়
ক) 1915
খ) 1917
গ) 1919
ঘ) 1930
▶️ মাদার অফ দা ইন্ডিয়ান রেভিলেশন কাকে বলা হয়
ক) সরোজিনী নাইডু
খ) কস্তুরবা গান্ধী
গ) মাদাম ভিকাজি রুস্তম কামা
ঘ) রানী লক্ষ্মীবাঈ
▶️ খালসা কে প্রতিষ্ঠা করেন
ক) গুরু গোবিন্দ সিংহ
খ) গুরু রামদাস
গ) গুরু নানক
ঘ) গুরু অর্জুন দেব
অফলাইন পিডিএফ নিচে দেওয়া থাকলো..
About file:
File name - kolkata police mcq set -02.jobcentre.site
Type-text file
Size-6.1kb
Link - Pdf file
0 Comments