🎨সুপ্রিয় ছাত্রছাত্রী🎀
প্রতিদিন তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকবে। প্রতিদিন তোমাদের বিভিন্ন প্রশ্ন-উত্তর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত একটি করে কুইজ টেস্ট নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্যই হবে - wbp constable, WBCS, ICDS, KP constable and Si এর পরীক্ষায় তোমাদের এগিয়ে দেওয়া।
নিচে তোমাদের 50 টি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকলো। আগামী পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে প্রশ্নগুলি পেয়ে যাবে। সুতরাং সময় নষ্ট না করে প্রশ্নগুলি এখনই দেখে নাও, অফলাইনে প্রশ্নগুলো দেখার জন্য নিচে দেওয়া বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিতে পারো।
▶️ কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল?
ক)1910 খ্রি
খ)1905 খ্রি
গ)1908 খ্রি
ঘ)1911 খ্রি
▶️উত্তর বাংলার তরুণদার কাকে বলে?
ক) শিলিগুড়ি
খ) জলপাইগুড়ি
গ) কোচবিহার
ঘ) কৃষ্ণনগর
▶️ কে রসরাজ নামে খ্যাত ছিলেন?
ক) অহীন্দ্র চৌধুরী
খ) অমৃতলাল বসু
গ) উমেশ মজুমদার
ঘ) রামতনু লাহিড়ি
▶️ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?
ক) শরৎ সেতু
খ) বিদ্যাসাগর সেতু
গ) ফারাক্কা সেতু
ঘ) বঙ্কিম সেতু
▶️ গম্ভীরা কোন জেলার লোক উৎসব?
ক)নদিয়া
খ) মুরশিদাবাদ
গ)মালদা
ঘ) হুগলি
▶️ কোলকাতায় প্রকাশিত প্রথম সংবাদ পত্রটির নাম কি?
ক) ক্যালকাটা গেজেট
খ) বেঙ্গলি গেজেট
গ) দ্য স্টেটসম্যান
ঘ) ক্যালকাটা ক্রনিকল
▶️ সিদ্রাপং জলপ্রপাত কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) বর্ধমান
খ) জলপাইগুড়ি
গ) দার্জিলিং
ঘ) পুরুলিয়া
▶️ পশ্চিমবঙ্গের চন্দননগরে কারা উপনিবেশ স্থাপন করেছিল?
ক) ফরাসি
খ) ইংরেজ
গ) ডাচ
ঘ) পর্তুগিজ
▶️ কেদুলি মেলা কোন জেলার উৎসব?
ক) বর্ধমান
খ) বীরভূম
গ) বাঁকুড়া
ঘ) পুরুলিয়া
▶️ কলকাতা রাজভবনে নকশা কার কে?
ক) কর্নেল রবার্ট কিড
খ) এফ ব্রাকেলে
গ) ক্যাপ্টেন চার্লস ওয়াট
ঘ) জ্যাকো পিচার
▶️পশ্চিমবঙ্গে কবে প্রথম পাতাল রেল চালু হয়?
ক) 1984
খ) 1986
গ) 1982
ঘ) 1985
▶️ গ্রান্ড ট্রাঙ্ক রোডের বিস্তৃতি হল
ক) কলকাতা -দিল্লী
খ) কলকাতা- মুম্বাই
গ) কলকাতা- অমৃতসর
ঘ) কলকাতা -উড়িষ্যা
▶️ ঝুমুর গান কোন জেলার লোক উৎসব?
ক) বাঁকুড়া
খ) পুরুলিয়া
গ) বীরভূম
ঘ) বর্ধমান
▶️জুনপুট কিসের জন্য বিখ্যাত?
ক) পর্যটন শিল্প
খ) মৎস্য প্রকল্প
গ) স্মৃতিসৌধ ও ধ্বংসাবশেষ
ঘ) বিভিন্ন প্রকার হ্রদ
▶️ জহরলাল নেহেরু 'মিনিয়েচার ইন্ডিয়া 'বলেছিলেন?
ক) হলদিয়াকে
খ) কলকাতাকে
গ) খড়গপুরকে
ঘ) দুর্গাপুরকে
▶️ পশ্চিমবঙ্গের উচ্চতম শিখর কোনটি?
ক) দারপিন দারা
খ) টংলু
গ) কাঞ্চনজঙ্ঘা
ঘ) সান্দাকাফু
▶️ প্রথম বাঙালি আই সি এস অফিসার কে ছিলেন?
ক) জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
গ) উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়
ঘ) সুকুমার সেন
▶️ কোন বাঙালিকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়?
ক) গোষ্ঠ পাল
খ) চুনী গোস্বামী
গ) নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী
ঘ) সম্বরন ব্যানার্জি
▶️নিম্নলিখিত কোনটির প্রাচীন নাম রোজভেল্ট নগর?
ক) কৃষ্ণনগর
খ) শান্তিপুর
গ) কল্যাণী
ঘ) ফুলিয়া
▶️ ভারতের প্রথম চট কল কারখানা?
ক) লিলুয়া
খ) রিষড়া
গ) ত্রিবেণী
ঘ) উত্তর পাড়া
▶️ পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
ক) উত্তর ২৪ পরগনা
খ) দক্ষিণ ২৪ পরগনা
গ) জলপাইগুড়ি
ঘ) পূর্ব মেদিনীপুর
▶️ তোরসা নদীর উৎপত্তি কোথায়?
ক) কোচবিহার
খ) দক্ষিণ তিব্বত
গ) অসম
ঘ) উত্তর দিনাজপুর
▶️ দারকেশ্বর নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে?
ক) পুরুলিয়া
খ) বাঁকুড়া
গ) হাওড়া
ঘ) শ্রীরামপুর
▶️ পশ্চিমবঙ্গের বৃহত্তম ন্যাশনাল পার্ক হলো?
ক) সুন্দরবন
খ) জলদাপাড়া
গ) গরুমারা
ঘ) সিঙ্গালিলা
▶️ভারতের প্রথম সুতিবস্ত্র মিল কোথায় স্থাপিত হয়?
ক) হাওড়া
খ) হুগলি
গ) দিল্লি
ঘ) বিহার
অফলাইন পিডিএফ নিচে দেওয়া থাকলো..
About file:
File name - mcq set/01 kolkata police.jobcentre
Type-text file
Size-6.1kb
Link - Pdf file
1 Comments
Good job sir
ReplyDelete